শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল। রোববার (২৫ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। একটি স্ট্যাম্পে অধ্যক্ষের স্বাক্ষরিত ওই পদত্যাগ পত্রটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সেখানে লেখা রয়েছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র-জনতার নিকট পদত্যাগ করলাম। প্রতিষ্টানের ভেতরে ও বাইরে আমি কোনো নিরাপত্তা দিতে ব্যর্থ হই। অতএব আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।
জানা গেছে, রোববার দুপুরে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তোপের মুখে স্ট্যাম্পে স্বাক্ষর করে পদত্যাগ করেন অধ্যক্ষ।
আন্দোলনকারীরা জানান, অধ্যক্ষ সুশীল কুমার বিভিন্ন সময় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রভাব খাটিয়ে ক্যাম্পাসে ত্রাস তৈরি করেছিল। শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট এমন কোনো দুর্নীতি নেই যা তিনি করেননি। সর্বেশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি সরসারি বিরোধীতা করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। অনেকসময় অন্য শিক্ষকদের দিয়েও শাসিয়েছেন। এ অবস্থায় ক্যাম্পাসে তার অবস্থান চায় না অধিকাংশ শিক্ষার্থী।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ ড. সুশীল কুমার পালের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, বিষয়টি সম্পর্কে জানা নেই। তবে এ বিষয়ে দ্রুত পরবর্তী করণীয় সম্পর্কে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলছি।
দেশ টিভি
Leave a Reply