মুন্সিগঞ্জ সদরে মাতৃ ভাণ্ডার চালকলে বেল্ট পেঁচিয়ে খাদেমুল ইসলাম (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খাদেমুল দিনাজপুরের কোতোয়ালি থানার মানিক গ্রামের বাসিন্দা। তিনি ওই রাইস মিলেই থাকতেন।
খাদেমুলের সহকর্মী জাবিরুল ইসলাম বলেন, আমরা দুজনই ওই চালকলে কাজ করতাম। আজ বিকেলে ধান ভাঙানোর সময় অসাবধানতাবশত মেশিনের বেল্টে পেঁচিয়ে গুরুতর আহত হন খাদেমুল। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।
সমকাল
Leave a Reply