জিতু রায়: মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কবরস্থানের অজুখানা থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ওই তরুণীর গলা বাঁধা অবস্থায় ছিল। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২২ বছর।
উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদার কান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহের অজুখানা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘সকালে স্থানীয় এক ব্যক্তি অজুখানায় মরদেহটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। নিহত ওই তরুণী বস্ত্রহীন অবস্থায় ছিল, মাথার ওপরে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে হত্যার আগে ধর্ষণের কোন ঘটনা ঘটেছে কিনা বিষয়টি খতিয়া দেখা হচ্ছে।’
ইনডিপেনডেন্ট টেলিভিশন
Leave a Reply