মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবহন ব্যবসা ও বাসষ্ট্যান্ডের অরাজগতার অভিযোগে জেলা বিএনপি আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন ভূইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব মো. কামরুজ্জামান রতনের স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেন।
কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, পরিবহন ব্যবসা ও বাসষ্ট্যান্ডের অরাজগতা নিয়ে বিভিন্ন যোগযোগ মাধ্যমে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। যাহা দলীয় সুনাম, শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ বলে প্রতিমান হয়। উক্ত নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষর কারীর নিকট কারণ দর্শানের লিখিত জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হইলো।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন ভুইয়া (৬৫) গংরা ঢাকা-বেতকা পরিবহনে শঙ্খচিল নামের ব্যানার লাগিয়ে দখল চেষ্টার করে। এবিষয়ে ভুক্তভোগী পরিবহন মালিকরা বিএনপির আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন ভুইয়াসহ ৬জন এজাহার নামিয় আসামি ও ২৫/৩০ অজ্ঞাত আসামির নামে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করে।
অবজারভার
Leave a Reply