লৌহজংয়ে দিনমজুর যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের হাট নওপাড়া গ্রামে ফারুক মুন্সী (২০) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন।রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘরের আড়ের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে লৌহজং থানা পুলিশ৷ মৃত ফারুক একই গ্রামের রহিম মুন্সীর ছেলে।

থানা সুত্রে ঘটনার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ভিকটিম মৃত ফারুক মুন্সী (২০), পিতা-মোঃ রহিম মুন্সী, মাতা-আয়েশা বেগম, সাং-কাজীপাড়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমান সাং-হাটনওপাড়া (বালুরমাঠ সংলগ্ন চায়না বেগমের বাড়ীর ভাড়াটিয়া), থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ বিগত দুইমাস যাবত মানসিক অবসাদগ্রস্থ অবস্থায় জীবন যাপন করতেছিল এবং বর্ণিত ঠিকানায় তিন মাস যাবৎ তাঁর বিবাহিত আপন বোন কাজলী আক্তার এর পরিবারের সদস্যদের সাথে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। ইং ২২-০৯-২০২৪ তারিখ অনুমান ১৫.০৫ ঘটিকার সময় ভিকটিম মৃত ফারুক মুন্সী (২০) সকলের অগোচরে তাঁর বর্তমান ঠিকানা লৌহজং থানাধীন হাটনওপাড়া সাকিনস্থ বালুরমাঠ সংলগ্ন চায়না বেগমের টিনসেড ভাড়া বাসার পশ্চিম পাশের মাঝখানের রুমের ভিতর টিনের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁসি লাগিয়ে আত্নহত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজনের মাধ্যমে ঘটনার বিষয়টি জানতে পেরে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে৷ ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ ##

একুশে সংবাদ

Leave a Reply