শ্রীনগরের মিনু নামে এক নারীকে দুবাই নিয়ে যাওয়ার কথা বলে ভারতে পাচার করে দালাল চক্র। এর প্রায় দেড় মাস পর মিনুর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।
গত শনিবার দুপুরের দিকে টেলিফোনের মাধ্যমে ভারতের মুম্বাই থেকে জানানো হয়। মিনুর মৃত্যুর খবরে তার পরিবার বাকরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেন নিহত মিনুর বড় ভাই ফরহাদ শেখ।
জানা যায়, ঋনে জর্জরিত মিনু পুনরায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন। সে গত সেপ্টেম্বরের শুরুর দিকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। দুই সপ্তাহ পর মুম্বাই থেকে জানান তিনি পাচারের স্বীকার হয়েছেন। গত শনিবার সকালে ভারতের একটি ইমু নাম্বার থেকে রেল লাইনের পাশে পরে থাকা মিনুর ছবি পাঠিয়ে পরিবারকে জানানো হয় সে মারা গেছে।
ফরহাদ শেখ জানায়, একই জেলার পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার কাঠালতলি গ্রামের শওকত হোসেনের সাথে তার বোনের বিয়ে হয়। সহজ সরল শওকত হোসেন ইছাপুরা এলাকায় একটি দোকানে চাকুরী করেন। মিনু-শওকত দম্পতির সংসারে সমিয়া ও শারমিন নামে ২টি কন্যা সন্তান রয়েছে।
তিনি বলেন, মিনুর দুই কন্যাসহ তার পরিবারের সবাই উমপাড়ায় সাইফুল ইসলাম লিটনের বাড়িতে ভাড়া থাকেন। তাদের স্থায়ী ঠিকানা শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কাজলপুর গ্রামে। তার পিতার নাম শামসুল শেখ।
জানা গেছে, ঋণ থেকে মুক্ত হয়ে সংসারে স্বচ্ছলতা ফিরাতে মিনু পুনরায় দুবাই যাওয়ার উদ্যোগ নেয়। প্রায় বছর খানেক আগে মিনু দুবাইতে ৩ মাস কাজ করে অসুস্থতার কারণে দেশে চলে আসে। অপরিচিত আদম ব্যাপারী মিনুর কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে চট্টগ্রাম নিয়ে সেখান থেকে বিমানে দুবাই নেয়ার কথা জানায়। সরল বিশ্বাসে মিনু অনেকটা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গত সেপ্টেম্বরের শুরুর দিকে বাড়ি ছাড়েন। বাড়ি ছাড়ার ১০/১২ দিন পর অপরিচিত ইমু নম্বার থেকে প্রতিবেশী উমপাড়ার আরিফুল ইসলাম লিপটন মেম্বারের ইমুতে কল করে মিনু জানায় তিনি পাচারের স্বীকার হয়েছেন। পরে তার মা মনোয়ারা ও ভাই ফরহাদের সাথে বেশ কয়েকবার কথা বলেন। এ সময় মিনু জানায় তাকে বাড়ি থেকে প্রথমে খুলনা পরে খাল সাঁতরিয়ে ঝোপ-জঙ্গল দিয়ে কোলকাতা নেয়া হয়। পরে একটি ট্রেনে তুলে দিয়ে টাকা নিয়ে আদম ব্যাপারী কেটে পরে। ট্রেন থেকে নেমে মিনু জানতে পারে তাকে মুম্বাই পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে কোলকাতার একজনকে ভাই ডেকে আশ্রয় নেয়। পরে কয়েকদিন আগে একটি বাসায় কাজে লাগেন। প্রতিদিন সকালে সেই বাসায় কাজে যান এবং রাতে বাসায় ফিরেন বলে নিহত মিনুর পরিবারের সংশ্লিষ্টরা জানান। হতাশাগ্রস্ত মিনু তার ভাইকে বলেছিল কিছু টাকা হলেই সে দেশে চলে আসবে।
আরো জানা যায়, শনিবার সকালেও কাজে যাওয়ার সময় মিনু তার অসুস্থ মাকে ফোন দিয়ে কন্যাদের খোজ খবর নেয়। কথা ভালভাবে বুঝতে না পারায় রাতে ফোন দিতে বললে মিনু রেগে যায়। এর কিছুক্ষণ পরই একটি নাম্বার থেকে মিনুর ছবি পাঠিয়ে বলা হয় সে ট্রেনের ধাক্কায় মারা গেছে। মরদেহ মুম্বাইয়ের একটি থানার পুলিশ নিয়ে গেছে। ছবি দেখে মিনুর ভাই সনাক্ত করেন মরদেহটি তার বোনের। মা মনোয়ারা বেগম, মেয়ে সামিয়া ও শারমিন তাদের মায়ের মরদেহটি শেষ বারের মতো দেখার আকুতি জানান। সহজ সরল স্বামী শওকত বিরবির করে শুধু বলেন, কেন বিদেশ গেলি।
অভিবাসিদের নিয়ে কাজ করা ব্র্যাকের মুন্সিগঞ্জ এমআরসি জেলা কোঅর্ডিনেটর শাহিদা আক্তার বলেন, মরদেহ আনার ক্ষেত্রে সরকারের ওয়েজ অর্নাস বোর্ড কাজ করে থাকে। হিস্ট্রি জানার পর আমাদের কাজের ক্ষেত্র থাকলে আমরা সহায়তা করবো।
নিউজজি
Leave a Reply