সোনিয়া হাবিব লাবনী: মাছ বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন বেপারী।অঢেল সম্পদের মালিক হয়ে তিনি ঢাকা ও মুন্সীগঞ্জে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলকে ব্যবহার করে অর্থের বিনিময়ে বিভিন্ন অপরাধ করেও পার পেয়ে যান তিনি। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট মুন্সীগঞ্জ সুপারমার্কেট এলাকায় সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় জড়িত ছিলেন।
সেই ঘটনার ছবি ও ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়লেও মামলা হয়নি সোহরাবের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, সোহরাব চেয়ারম্যানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বকচর সিকদারকান্দি গ্রামে। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি মেঘনা নদীতে মাছ ধরার পাশাপাশি স্থানীয় জেলেদের কাছ থেকে মাছ কিনে নিয়ে নারায়ণগঞ্জে বিক্রি করতেন। পরে ঢাকায় গিয়ে কিছুদিন চাকরি করার পর তিনি রেজিনা কম্পানির মালিক ইঞ্জিনিয়ার রোমানের সঙ্গে সখ্য গড়ে তোলেন।
তাঁর কাছ থেকে কাঁচামাল নিয়ে বিভিন্ন পাইপের কারখানায় সরবরাহ করতে গিয়ে তিনি রোমানের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেন। একটি সূত্র জানায়, সেই টাকা যাতে পরিশোধ করতে না হয় এ জন্য তিনি ঢাকায় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তৎকালীন ঢাকা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন গাজী ছিলেন প্রভাবশালী এক নেতা। পাশের গ্রামের এবং নিকটাত্মীয় হওয়ায় সহজেই সোহরাব হয়ে যান আমির হোসেন গাজীর আস্থাভাজন।
পেয়ে যান যাত্রাবাড়ী এবং কাজলা এলাকার স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের পদ-পদবি ।
একসময় পাওনা টাকা মেরে দিতে ওই ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রোমানকে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, ওই ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিলেন সোহরাব। তবে সেই সময় ঢাকা মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা আমির হোসেন গাজীর কারণে ওই ব্যবসায়ী হত্যা মামলায় সোহরাব হোসেনকে আসামি করা হয়নি। তিনি কাজলা মৃধাবাড়ী এলাকায় মহসিন পিভিসি পাইপ নামের একটি পাইপ তৈরির কারখানা চালু করেন।
বর্তমানে তার পাইপ তৈরি কারখানা দুটি। কাজলায় একটি ১২ তলাসহ মোট সাতটি বহুতল ভবন রয়েছে। গ্রামের বাড়িতেও রয়েছে তিন কোটি টাকার একটি আলিশান ডুপ্লেক্স বাড়ি।
গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় অস্ত্র ও নিজের সন্ত্রাসী বাহিনী নিয়ে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা চালান সোহরাব। ওই দিন মুন্সীগঞ্জ শহরে তিনজন নিহত এবং শতাধিক ছাত্র-জনতা আহত হয়। মুন্সীগঞ্জ ছাত্র হত্যা ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। কিন্তু মামলাগুলোতে তিনি আসামি হওয়ার কথা থাকলেও অর্থ ও প্রভাব খাটিয়ে এজাহার থেকে তাঁর নাম কাটান। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সদর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাদের সহযোগিতায় মোটা অঙ্কের টাকা দিয়ে হত্যা মামলার এজাহার থেকে সোহরাব চেয়ারম্যান তাঁর নাম কাটতে সক্ষম হন। বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে পালিয়ে আছেন।
কালের কন্ঠ
Leave a Reply