বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে খাদ্যনালি ঝাঁঝরা হয়ে গেছে মঞ্জিল মোল্লার। পরিবারের ভরণপোষণ ও চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিতে খাদ্যনালি ঝাঁঝরা হয়ে গেছে মঞ্জিল মোল্লার (৫৩)। বন্ধ হয়ে গেছে পায়ুপথের স্বাভাবিক কার্যক্রম। বর্তমানে তার দিন কাটছে নিদারুণ কষ্টে।
একদিকে ১০ সদস্যের পরিবারের ভরণপোষণ, অন্যদিকে চিকিৎসা ব্যয় নিয়ে রয়েছেন দুশ্চিন্তায় মঞ্জিল মোল্লা। দুই দফা অপারেশনের পর প্রাণে বাঁচলেও অর্থসংকটে বন্ধ রয়েছে পরবর্তী চিকিৎসা। তার স্বজনরা অন্তর্বর্তী সরকারের কাছে তার চিকিৎসার পূর্ণ ব্যয় বহন করার এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ সুপার মার্কেটের কাছে পিঠ, হাত ও পেটে গুলিবিদ্ধ হন মঞ্জিল মোল্লা। ওই দিন বৈষম্যবিরোধী ছাত্ররা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। খবর পেয়ে তা প্রতিহতের ঘোষণা দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব এবং তার অনুসারী আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশও কঠোর অবস্থান নেয় আন্দোলনকারীদের বিরুদ্ধে।

ওই দিন সকাল সাড়ে ৯টায় আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের সুপার মার্কেটসংলগ্ন পাতাল মার্কেটের সামনে এলে তাদের ওপর চড়াও হন ফয়সাল বিপ্লবের অনুসারীরা। তারা শিক্ষার্থীদের লাঠিপেটা করেন ও তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। আন্দোলনকারীরা আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে শহরের মূল কেন্দ্র ‘অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১’ ভাস্কর্যের সামনে চলে এলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতা-কর্মী পিস্তল-রাইফেল, শটগান, দেশি অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এ রকম হামলা-পাল্টাহামলার সময় মঞ্জিলের ডান হাতে প্রথম গুলি লাগে। দ্বিতীয় গুলিটা লাগে পিঠে। এরপর তৃতীয় একটা গুলি পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আন্দোলনকারীদের কয়েকজন মঞ্জিলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পিঠের গুলি বের করা গেলেও খাদ্যনালিতে আটকে থাকা গুলি বের করা নিয়ে চিকিৎসকদের ভীষণ বেগ পেতে হয়। পরে বিডিআর হাসপাতালে খাদ্যনালির চারটি নাড়ি কেটে গুলি বের করা হয়। সংকট দেখা দেয় ক্ষতস্থানটি শুকানো নিয়ে। এ জন্য ডাক্তাররা পায়ুপথটি বন্ধ করে পেটের একপাশ কেটে একটা ব্যাগ বসিয়ে দেন। দেড় মাস চিকিৎসার পর বাড়ি ফেরেন উত্তর ইসলামপুরের মঞ্জিল মোল্লা। তার আরেকটি অপারেশনের দরকার। সেটি হলে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবেন।
তবে তীব্র অর্থসংকটে পূর্ণাঙ্গ চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি ও তার স্বজনরা। ১০ সদস্যবিশিষ্ট পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তিটি অসুস্থ থাকায় বিপন্ন অবস্থায় আছে পরিবারটি।
আহত মঞ্জিল মোল্লা বলেন, ‘আন্দোলনে একাত্মতা ঘোষণা করে আমিও তাতে অংশ নিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই আমার শরীরে ৩টি গুলি লাগে। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।
লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কোনোমতে আমার প্রাণটা বেঁচে গেছে। যে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে আমার ওপর গুলি ছুড়েছেন, আমি তাদের বিচার চাই।’
আহত মঞ্জিল মোল্লার বড় মেয়ে রুপা আক্তার বলেন, ‘আমার বাবার পরবর্তী অপারেশনের জন্য ২-৩ লাখ টাকার প্রয়োজন। এই ব্যয় মেটানো আমাদের পক্ষে সম্ভব নয়। সরকারিভাবে বহন করা হবে কি না, তারও কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমার এক ভাই বিবাহিত, সেও বেকার। আমাদের দাদা-দাদিসহ ১০ সদস্যের পরিবার। বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ে সংসার চলে। এভাবে কত দিন চলতে পারব জানি না। সরকারের প্রতি অনুরোধ, আমাদের পরিবারটির দিকে তারা যেন নজর দেয়।’
প্রতিবেশী রবিউল মাস্টার বলেন, ‘ওনার একটা ছেলে আছে। অনেক কষ্ট করে বাড়ির পেছনের জমি বিক্রি করে তাকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। কিন্তু ওই ছেলে এখন বেকার। সরকার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করলে ওদের সংসারটা বেঁচে যাবে। না হলে কয়েক দিন পর হয়তো তাদের পথে বসতে হবে।’
জেলা সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম বলেন, ‘আহত মঞ্জিলের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। সরকারের পক্ষ থেকে আহতদের তালিকা করতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে মঞ্জিলের নাম তালিকাভুক্ত করা হয়েছে। আশা করছি, তিনি সরকারের প্রতিশ্রুত সহায়তা পাবেন। এ ছাড়া তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা সিএমএইচে যোগাযোগ করলে পরবর্তী অপারেশনটি বিনামূল্যে করতে পারবেন বলে আশা করছি।’
এদিকে আন্দোলনে এলোপাতাড়ি গুলি চালিয়ে আহতের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিতভাবে অভিযোগ করার প্রস্তুতি নিয়েছে মঞ্জিলের পরিবার।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘৪ আগস্টের ঘটনায় এখন পর্যন্ত সদর থানায় ৩টি হত্যা মামলা, একটি ভাঙচুরের মামলা ও আহতের ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। আহত মঞ্জিলের ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
খবরের কাগজ

Leave a Reply