মুন্সীগঞ্জে অসুস্থ হয়ে আবুল কাশেম ঢালী নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি একটি চেক ডিজঅনার মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত দুই মাসেরও কিছু বেশি সময় ধরে জেলা কারাগারে বন্দি ছিলেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
gঅনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত আবুল কাশেমের (৭০) বাড়ি সদর উপজেলার মহাকালি ইউনিয়নের কেওয়ার-নুরাইতলী এলাকায়।
জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ মৃধা বলেন, বুধবার বিকালে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক জানান বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবর সংযোগ
Leave a Reply