মুন্সীগঞ্জে পুলিশ পরিচয় লুট হওয়া তেলের ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৬

আট দিন আগে একদল লোক একটি সাদা মাইক্রোবাসে ওয়াকিটকি প্রদর্শন করে ট্রাকটি লুট করে নিয়ে যায় বলে জানায় পুলিশ।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশ পরিচয়ে লুট হওয়া তেলের ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হাইস গাড়ি, লুট হওয়া ট্রাক, ১৪টি তেলের কন্টেইনার ও দেশি অস্ত্র জব্দ করেছে পুলিশ।

ঘটনার আট দিন পর বুধবার ভোরে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে সামছু ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে প্রথমে চারজন এবং পরে তাদের দেওয়া তথ্যে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান শ্রীনগর থানার ওসি মো. ইয়াছিন মুন্সী।

গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৪৯), কুমিল্লার হোমনা থানার কামাল মিয়ার ছেলে রাজু মিয়া (৪১), নেত্রকোণার দুর্গাপুর উপজেলার পেঁচিয়া গ্রামের জহুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৪১), বরগুনার তালতলী উপজেলার নিজড়ার চর এলাকার হযরত আলীর ছেলে চান মিয়া (৫৪), নরসিংদীর পাড়াতলী এলাকার শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪) এবং কুমিল্লার মেঘনা উপজেলার শেখেরগাঁও এলাকার হাবিবুর মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৩২)।

পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে তেলভর্তি একটি ট্রাকসহ চালক মো. খোরশেদ আলমকে (৩৮) নিয়ে যায় ডাকাত দল। ট্রাকটিতে ১৯ লাখ টাকার ৬০ ব্যারেল পাম তেল ছিল বলে দাবি মালিকের।

ডাকাতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি সাদা মাইক্রোবাসে ওয়াকিটকি প্রদর্শন করে ট্রাকটি লুট করে নিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

বিডিনিউজ

Leave a Reply