লৌহজংয়ে শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আবু নাসের লিমন: মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে শশুর বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত যুবকের নাম মো. সিফাত হাওলাদার (২২)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাও গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বনসেমন্ত গ্রামে গত শুক্রবার দিনগত রাতে তার শশুর বাড়ির ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, গত শুক্রবার রাতের খাবার খেয়ে সিফাত তার স্ত্রী জান্নাত ও ৯ মাসের মেয়েসহ ঘুমিয়ে পরে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে স্ত্রীর ঘুম ভাঙলে দেখে তার স্বামী সিফাত বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। তার চিৎকারে তার বাবা ভিকটিমের শশুর আনোয়ার হোসেন এসে ওড়না কেটে নিচে নামিয়ে দেখে সিফাতের সারা শব্দ নেই।

পরে ৯৯৯ এ ফোন করলে লৌহজং থানার এসআই জয়নাল আবেদীন লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। সিফাত ও তার স্ত্রী জান্নাত প্রেম করে বিয়ে করেন। বিয়ের শুরু থেকে সিফাতের বাবা মা মেনে নেননি। বিষয়টি নিয়ে সিফাতের বাবা মায়ের সঙ্গে ঝগড়া হত। গত শুক্রবার রাতেও সিফাতের মায়ের সাথে মোবাইল ফোনে সিফাতের কথা কাটাকাটি হয়। সে কারনে সিফাত অভিমান করে আত্মহত্যা করেছে মর্মে স্থানীয় ভাবে জানা যায়।

একুশে সংবাদ

Leave a Reply