কাজী সাব্বির আহমেদ দীপু: আসন্ন শীত মৌসুম সামনে রেখে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ী উপজেলার গ্রামে গ্রামে সবজির বীজতলা প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। চলতি মৌসুমে বীজতলা থেকে ৩ থেকে ৪ কোটি টাকার সবজি চারা বিক্রির আশা করছেন তারা।
স্থানীয় চাহিদা পূরণ করে বীজতলায় উৎপাদিত সবজির চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিবছরই বীজতলায় সবজির চারা রোপণে স্থানীয় কৃষকরা লাভের মুখ দেখে থাকেন। তাই ইতোমধ্যে চলতি মৌসুমের বীজতলা থেকে সবজির চারা বিক্রির ধুম পড়েছে।
সবজির চারা উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সীগঞ্জ সদরের রামপাল, পঞ্চসার, মহাকালী, বজ্রযোগিনী ইউনিয়ন এবং টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ, আলদী, কাঠাদিয়া, আবদুল্লাপুর, বেতকা গ্রামসহ আশপাশের গ্রামে গ্রামে বীজতলা প্রস্তুত করেছেন কৃষক। ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রোকলি, কুমড়া, বেগুন প্রভৃতি সবজির চারা উৎপাদনে এখন জমিতে ব্যস্ত কৃষক।
সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামে গ্রামে রোপণ করা বীজতলা পরিচর্যায় সারাদিন কাটাচ্ছেন কৃষক। রোদ-বৃষ্টি থেকে রক্ষায় বীজতলা ঢেকে রাখছেন বিশেষভাবে তৈরি মাচায়। এ ছাড়া দু-একদিন পরপরই পানি ওষুধ স্প্রে করছেন।
একাধিক কৃষক জানান, সবজি চারা উৎপাদনের লক্ষ্যে প্রতিবছর আগস্টের মাঝামাঝি সময়ে বীজতলা প্রস্তুত শুরু করেন তারা। ডিসেম্বর পর্যন্ত চলে চারা উৎপাদন। বীজ বোনার ২৫ দিনের ব্যবধানেই চারা বিক্রি করে থাকেন। প্রতিটি বীজতলায় তিন থেকে চারবার পর্যন্ত বীজ উৎপাদন করা যায়। প্রতি মৌসুমে ২ থেকে আড়াই কোটি সবজি চারা উৎপাদন হয়ে থাকে, যা থেকে বিক্রি হয়ে থাকে ৩ থেকে ৪ কোটি টাকা। সবজির প্রকারভেদে প্রতি হাজার চারা বিক্রি হয় ১ হাজার ২০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা।
সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্য্যেরবাগ গ্রামের শিহাব সিকদার চলতি মৌসুমে ৪২ শতাংশ জমিতে বীজতলা করেছেন। তাঁর খরচ হয়েছে প্রায় ৮ লাখ টাকা। তিনি জানান, ১৫ দিনের ব্যবধানে চারা বেড়েছে দেড় গুণ। এক হাজার ফুলকপি চারা ১ হাজার ৪০০ টাকা ও প্রতি হাজার টমেটো চারা বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়।
কৃষক শিহাব সিকদার বলেন, চারা উৎপাদনে বীজতলার যত্ন নিতে হয় বেশি। এতে বিনিয়োগ করে অর্ধেক পরিমাণ লাভ হয়ে থাকে।
একই ইউনিয়নের বণিক্যপাড়া গ্রামের কৃষক হারুন মিয়া ২৫ বছর ধরে বীজতলা করে আসছেন। তিনি বলেন, এখানকার বীজতলার চারা উৎকৃষ্ট মানের। তাই দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছে এর চাহিদা বেশি। কখনও বীজতলা করে তাঁর লোকসান হয়নি।
একই ইউনিয়নের পঞ্চসার গ্রামের আমির হোসেন জানান, তিনি আগস্টের মাঝামাঝিতে ৫০ শতাংশ জমিতে ফুলকপি ও বাঁধাকপির চারা উৎপাদনে বীজতলা করেছেন। প্রায় সাড়ে ৪ লাখ টাকা খরচ পড়েছে তাঁর। ইতোমধ্যে চারা উত্তোলন করে বিক্রিও করেছেন। একই বীজতলায় আরও তিনবার চারা করবেন। আর এতে সব খরচ বাদে তিনি ৫ লাখ টাকার মতো লাভের আশা দেখছেন।
জেলা সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের কৃষকরা বংশপরম্পরায় বীজতলা করে আসছেন বলে জানিয়েছেন দেওয়ান বাজার গ্রামের কৃষক আমজাদ হোসেন। তিনি ৩৫ শতাংশ জমিতে ফুলকপি, ব্রোকলি ও বাঁধাকপি চারার বীজতলা করেছেন। এতে তাঁর খরচ হয়েছে ২ লাখ টাকা। বীজতলা থেকে উৎপাদিত চারা ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে তাঁর আশা।
রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের কৃষক হুমায়ুন মিয়া জানান, বীজতলা তৈরিতে বেশ পরিশ্রম বটে। লাভও অনেক বেশি। প্রতিবছর তিনি ১৫ থেকে ২০ লাখ টাকার ফুলকপি-বাঁধাকপিসহ বিভিন্ন সবজির চারা বিক্রি করেন। এতে উৎপাদন খরচ বাদে প্রতিবছর তাঁর ৭ থেকে ৮ লাখ টাকা লাভ হয়ে থাকে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৪ হাজার ৯০৭ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৪২৩ টন সবজি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, ইতোমধ্যে এ জেলায় শীতকালীন সবজি আবাদ শুরু হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে চারা উৎপাদনে বীজতলা করেছেন কৃষক। উৎপাদিত চারা জেলার স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। এসব চারার গুণগত মান ভালো। যেসব কৃষক ভালো ফলন প্রত্যাশা করেন, তারা এ চারা নিয়ে আবাদ করতে পারেন।
সমকাল
Leave a Reply