জাপান প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মিজানুর রহমান আজহারী

রাহমান মনি: জাপান প্রবাসীদের ভালোবাসার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মিজানুর রহমান আজহারী। বাংলাদেশি ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী ১২ নভেম্বর ভোরে কুয়ালালামপুর থেকে ‘হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে’ পৌঁছলে অর্ধশতাধিক ভক্ত তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

জাপান মুসলিম কমিউনিটির ব্যানারে মুসরিয়ানদের আমন্ত্রনে তিনি জাপান আসেন।

আগামী ১৬ নভেম্বর শনিবার রাজধানী টোকিওর ওতা সিটির ওতা সিভিক হল ‘এপরিকো’তে আয়োজিত “ইসলামিক আলোচনা সন্ধ্যায়” প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন।

জাপান মুসলিম কমিউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবাসীদের অতি পরিচিত এমডি, এস, ইসলাম নান্নুর সার্বিক ব্যবস্থাপনায় একই আয়োজনে জাপানস্ত বিভিন্ন মসজিদ ওঁ ইসলামিক সেন্টার সমুহের ইমামবৃন্দ বিশেষ আলোচক হিসেবে অংশ নিবেন।

২১ নভেম্বর তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্যে জাপান ত্যাগ করবেন।

Leave a Reply