বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
১১০ দিন পর বের করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভিক্ষুক আয়েশা বেগমের (৭৬) বাম পায়ের গুলি। শনিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা শহরের মানিকপুর এলাকায় সিটি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গুলিবিদ্ধ ওই নারীর পায়ে সফল অস্ত্রোপচার হয়।
এ বিষয়ে ডা. এম এ মালেক মুরাদ বলেন, ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নারীর পাশে কেউ দাঁড়াচ্ছেন না এমন খবর পেয়ে নিজেই বিনামূল্যে তার পা থেকে গুলি বের করার সিদ্ধান্ত নেই। ১৫ মিনিটের প্রচেষ্টায় গুলি বের করতে সফল হই। বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত।
এর আগে বুধবার (২০ নভেম্বর) জাগো নিউজে ‘ভিক্ষুক আয়েশার পায়ে ৩ মাস ধরে গুলি, দেখার কেউ নেই’ সংবাদ প্রকাশ হয়।
গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সংঘর্ষের মধ্যে মানিকপুর এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন আয়েশা। ওইদিন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিলেও অগোচরে থেকে যায় পায়ে বিদ্ধ বুলেট। তিন মাস পর গত ১৭ নভেম্বর এক্স-রে পরীক্ষায় গুলি ধরা পড়ার পর দফায় দফায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করলেও চিকিৎসা পাননি ওই নারী। অসহায় আয়েশার স্বামী সন্তান নেই।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম
Leave a Reply