মুন্সিগঞ্জ সদরের মিশুক চালক সিফাত হাওলাদার (২২) প্রাণহানির ঘটনাকে হত্যা দাবি করে বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। এসময় লৌহজং থানা পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে, পুলিশ বলছে ভিন্ন কথা।
বুধবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘ধলাগাঁও এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই মানববন্ধনে অংশ নেন শতাধিক ব্যক্তি। এর মধ্যে সিফাতের পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারীরা অভিযোগ করে জানান, নিহত সিফাত রামপাল ইউনিয়নের ধলাগাও গ্রামের আলমগীর হাওলাদারের (৫২) ছোট ছেলে। ৩ বছর পূর্বে লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের বনসেমন্ত গ্রামের আনোয়ার পোদ্দারের বড় মেয়ে জান্নাত আক্তারের (২২) সাথে প্রেমের সম্পর্ক হয় সিফাতের। পরে পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। গত ৮ নভেম্বর শুক্রবার সিফাত শ্বশুর বাড়িতে যায়। সেখান থেকে ৯ নভেম্বর ভোর ৪টায় সিফাতের ফাঁসি দিয়ে মৃত্যুর খবর আসে। পরে পরিবারের লোকজন সেখানে গেলে মরদেহ ফ্লোরে শোয়ানো অবস্থায় দেখতে পায়। সেখানে সিফাতের শরীরে আঘাতে চিহ্ন দেখতে পায় পরিবারের সদস্যরা।
নিহত সিফাতের বড় ভাই সাদেক অভিযোগ করে বলেন, স্ত্রীসহ শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে সিফাতকে। এ ঘটনায় লৌহজং থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।
মামলা না নেওয়ার অভিযোগটি সঠিক নয় জানিয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ হারুন অর রশিদ বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছ থেকে কোন অভিযোগ না থাকা সত্ত্বেও ময়নাতদন্ত করে অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ঘটনার এক মাস পর পরিবারের লোকজন থানায় এসে হত্যা মামলা দায়ের করবেন বলে জানান। তারা যদি কারও বিরুদ্ধে অভিযোগ দেয় বা মামলা করতে চায় সেটি গ্রহণ করা হবে। পুলিশের পক্ষ থেকে কোন গাফিলতি বা আপত্তি নেই।
বিডি প্রতিদিন
Leave a Reply