শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ছনবাড়ি হাজী নজরুল ইসলাম কিন্ডার গার্টেনের সামান্য পূর্বদিকে প্রধান সড়কটির উত্তর পাশে সরকারি ১নং খাস খতিয়ানের জায়গায় মাটির বাঁধ দেওয়ার অভিযোগ উঠেছে একটি ভূমি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। এতে করে পানি নিস্কাশনে বাঁধা হয়ে দাড়িয়েছে ও কৃষি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। রবি-শস্য মৌসুমে জমিতে ফসলের কাঙ্খিত ফলন না পাওয়ার দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষক।
অভিযোগ উঠেছে ভূমি সিন্ডিকেটের অন্যতম সদস্য শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া এলাকার মো. দুলাল ও তার সহযোগী একই এলাকার আজিজুল সরকারি ১নং খাস খতিয়ানের ওই জায়গায় বাঁধ দিয়ে অবৈধভাবে কৃষি জমি ভরাটের পাঁয়তারা করছেন।
সরেজমিনে গিয়ে বাঁধ নির্মাণের সচিত্র চোখে পড়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের শোল্ডারের মাটি কাটা হয়েছে। সড়কের ওপর সিমেন্টের খুঁটি গেরে ভরাটের জন্য জায়গার সীমানা নির্ধারণ করা হয়েছে। এ সময় লক্ষ্য করা যায়, সড়কের নয়নজুলীতে (পুর্ব-পশ্চিমে দৃশ্যমান পানি প্রবাহের স্থল) মাটির বাঁধের কারণে পানি চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানান, উপজেলার সদর ইউনিয়নের হরপাড়ার মো. দুলাল ও আজিজুল সরকারের খাস খতিয়ানের জায়গায় বাঁধটি দেন। মাটির বাঁধের উত্তর দিকে কয়েক একর কৃষি জমিসহ সরকারি খাস খতিয়ানের জায়গাও ভরাটের চেষ্টা করা হচ্ছে। প্রান্তিক কৃষকরা বাঁধটি অপসারণের দাবি করেছেন। এখান থেকে বাঁধটি অপসারণ করা না হলে বৃষ্টি মৌসুমে পানি প্রবাহ বন্ধ হয়ে ফসলের মাঠ জলাদ্ধতার সৃষ্টি হবে।
এ বিষয়ে অভিযুক্ত মো. দুলালের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাঁধটি তারাই দিয়েছে। সরকারি জায়গায় বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোন অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোন পারমিশন নেওয়া হয়নি, আমরা জমি ভরাট করবো। সরকারের বিধিনিষেধ অমান্য করে কৃষি জমি ভরাট কিংবা যে কোন সম্পত্তির শ্রেণি পরিবর্তন করা কতটা যুক্তিসঙ্গত এমন প্রশ্নের জবাবে, তিনি কোন সুদত্তর দিতে পারেননি।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি। আমরা দখলের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেবো। এছাড়া অবৈধভাবে কৃষি জমি ও জলাশয় ভরাট প্রতিরোধে ড্রেজার উচ্ছেদ অভিযান অব্যাহত আছে।
অবজারভার
Leave a Reply