ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জুলাই-আগস্টে নিহতদের স্বজন ও আহতরা।
এতে তথ্যচিত্রে তুলে ধরে তাদের আন্দোলনে নিহতদের ভূমিকা, এছাড়াও আহতরা জানান নানা স্মৃতির কথা।
বক্তব্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একই সাথে শহীদ ও আহত পরিবার সকল আন্দোলনে অংশগ্রহণকারীদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়নের কথা জানান আহতরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সুপার শামসুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন
Leave a Reply