মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসী বিকাশ গ্রুপের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহরণ হওয়া শ্রমিক আবিরকেও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাঘড়া এলাকার বেপারী বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রাহাত তালুকদার, বায়েজিদ ও তরিকুল ইসলাম। এরমধ্যে রাহাত তালুকদার উপজেলার মধ্যবাঘড়া এলাকার আক্কাস তালুকদারের ছেলে, বায়েজিদ হোসেন একই এলাকার আঃ জলিলের ছেলে ও তরিকুল ইসলাম তালেবের ছেলে।
অপহৃত আবির জানান, বুধবার সন্ধ্যায় আবিরের বাড়ির সামনে থেকে বিকাশ তাকে ডেকে নিয়ে বিকাশের বাড়িতে বন্দি করে। পরে আবিরের মাকে ডেকে নিয়ে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিজামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি
এক পর্যায়ে আবিরের বাবা আরশাদ মাঝি জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল দিলে শ্রীনগর থানাকে বিষয়টি জানায়। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বিকাশসহ গ্রুপের অনেকে পালিয়ে গেলেও, অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আবিরের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, এছাড়া আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
একাত্তর
Leave a Reply