বালু ব্যবসার বিরোধের জেরে গতকাল শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে বিএনপির চার কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ। দুপুর ১২টার দিকে শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর জখম অবস্থায় রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুনকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত মো. রাকিবুল বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নয়াগাঁও মধ্যপাড়া গ্রাম-সংলগ্ন ধলেশ^রী নদীর তীরে বালুর ব্যবসা শুরু করেন তার বাবা বিএনপিকর্মী মনির হোসেন। নদীর তীরঘেঁষে বালু বিক্রির গদি রয়েছে তাদের। সেখানে বালু সরবরাহের জন্য ধলেশ^রীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন। এ নিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের টকি মাদবরের ছেলে মানিক মাদবরের বিরোধ চলে আসছে।
তিনি আরও জানান, শুক্রবার সকাল থেকে তিনি, তার চাচাসহ কয়েকজন মিলে নদীর তীরের বালুর গদিতে বসেছিলেন। দুপুর ১২টার দিকে মানিক ভাড়াটে লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় প্রথমে তার চাচা হুমায়ুনকে রামদা, কিরিচ ও ছোরা দিয়ে কোপাতে শুরু করে। তখন এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কোপানো হয়।
এ ব্যাপারে মানিক মাদবর বলেন, ‘মনির হোসেন ওরফে টাক্কু মনিরের লোকজন নয়াগাঁও মধ্যপাড়া মসজিদের সামনে অবস্থান নিয়ে মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিল। একই সঙ্গে অবৈধ বালুর ব্যবসা করে আসছিল। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে হামলা করে। তবে আমি সেখানে ছিলাম না।’
মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফকির জানান, হামলাকারী ও হামলার শিকার Ñদুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, রক্তাক্ত জখম অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজন ও স্থানীয়রা। তাদের মধ্যে গুরুতর তিনজনকে ঢামেকে পাঠানো হয় এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দেশ রূপান্তর
Leave a Reply