মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরি করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ওই যুবককে আটক পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী।
আটক মো. ফাহাদ (১৯) বাঘরা গ্রামের মো. মন্টুর ছেলে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জন পলাতক রয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আমরা খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না: গোলাম পরওয়ারআমরা খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না: গোলাম পরওয়ার প্রবাসীর ভাই বলেন, ‘বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনজনের চোর চক্র চিলেকোঠার টিন কেটে ভেতরে প্রবেশ করে। ভবনের শয়নকক্ষে ঢুকে তারা আমার প্রবাসী ভাইয়ের স্ত্রীর মুখ চেপে ধরে। এ সময় তারা মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকলে একপর্যায়ে জয় নামে এক যুবককে চিনে ফেলেন ভাবী। এতে ক্ষিপ্ত হয়ে তিন বছর বয়সী মেয়ের গলায় ধারালো ছোরা রেখে তাকে বিবস্ত্র হতে বাধ্য করে। পরে তারা মোবাইল ফোনে ছবি তুলে ও ভিডিও ধারণ করে। প্রতি মাসে স্বামীর পাঠানো টাকা তাদের দিতে হবে বলে শাসানো হয়। না হলে বিবস্ত্র ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।’
পতিত ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার কোনও সুযোগ নেই: সাইফুল হকপতিত ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার কোনও সুযোগ নেই: সাইফুল হক
এদিকে, এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। দুপুর নাগাদ ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে থাকে। পরে বিকেল ৪টার দিকে যুবক ফাহাদকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, চুরি করতে সংঘবদ্ধ দলটি ওই বাড়িতে গিয়েছিল। চোরকে চিনে ফেলায় বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
দেশ রুপান্তর
Leave a Reply