গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তাদের মুন্সিগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাহতাব উদ্দিন (৫১), তিনি ইমামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। অপরদিকে একই উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত মাতবর আলী মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৫২), তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক।

থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সদর থানায় দায়ের করা হত্যা মামলায় তারা আসামি বলে জানা যায়।

গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেফতার আসামিদের দুপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন

Leave a Reply