হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন নান্নুকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১১ ডিসেম্বর) শহরের পুরাতন কাচারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তিনি শহরের কোর্টগাঁও এলাকার কালু খালাসীর ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে।

তিনি জানান, গত ৪ আগস্ট জেলা শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হন নুর মোহাম্মদ ওরফে ডিপজল সরদার (২২)। তার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এ ঘটনায় গত ৩০ আগস্ট নিহতের নানী শেফালি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা মনির হোসেন নান্নু এজারহার নামীয় ২৬৮ নাম্বার আসামি।

দেশ রুপান্তর

Leave a Reply