মুক্তারপুর সেতু থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার সেতুর উপর থেকে লাফ দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সেতুর উপর থেকে ওই যুবক লাফ দিয়ে সেতুর নীচে সড়কের উপর পড়ে। সেখানে আহত অবস্থায় বেশ কিছুক্ষন যুবককে কাতরাতে দেখা যায়। পরে সেখানেই মারা যান তিনি। স্থানীয়রা সাড়ে ১২টার দিকে যুবকের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, শুনেছি সেতুর উপর থেকে এক যুবক লাফ দিয়ে মারা গেছে।

ঘটনাস্থল সংলগ্ন মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না।

খবরের কাগজ

Leave a Reply