স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছেন, দুর্নীতি যে-ই করুক না কেন তার বিরুদ্ধে ঢালাও করে সংবাদ প্রচার করুন। এমনকি আমি নিজেও যদি দুর্নীতি করি, আমার বিরুদ্ধেও সংবাদ প্রচার করতে হবে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রচার করায় বিভিন্ন দেশ বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার বন্ধ করেছে।
তিনি বলেন, বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। তাই সরকারি কর্মকর্তা- কর্মচারীদের দুর্নীতি দমনে সংবাদ প্রচার অন্যতম ভূমিকা রাখতে পারে। একইভাবে রাজনৈতিক দলের নেতাদের দুনীতির বিষয়েও সাবধান করা যাবে।
এদিকে শ্রীনগর থানা থেকে গ্রেপ্তার যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অনুষ্ঠানে ৭০ জন কৃষকের মধ্যে ৩০টি পাওয়ার টিলার ও ৪০টি স্যালো মেশিন বিতরণ করা হয়।
সীমান্তে উত্তেজনা: ভারতীয় হাইকমিশনারকে তলবসীমান্তে উত্তেজনা: ভারতীয় হাইকমিশনারকে তলব
ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র প্রমুখ।
একাত্তর
Leave a Reply