মিরকাদিম পৌরসভার কাউন্সিলরের কান কাটলো দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার হাজী আজমানের (৫৫) উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় সাবেক কমিশনার হাজী আজমানের কানের কিছু অংশ কেটে যায়।

বুধবার রাতে এ বিষয়ে সাবেক কমিশনার হাজী আজমান মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপর ২টার দিকে কাগজীপাড়া এলাকায় কমিশনার হাজী আজমান এর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো.জুনায়েত মিয়া, মো.জোবেল মিয়া, নাজিম উদ্দিন, দোস্ত মোহাম্মদ, ইব্রাহিম বেপারী, নাছির মিয়া, ইকবাল মিয়াকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সাবেক কমিশনার হাজী আজমান জানান , পূর্ব শক্রতার জের ধরে তারা আমার উপর ইট, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় আমার মোবাইল ও নগদ টাকা লুটে নেয়া হয়। এ ঘটনায় আমার মেয়ে তাসমিম এর উপরেও হামলা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার এস আই সমর রায় বলেন, অভিযোগ হয়েছে শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত বাংলাদেশ

Leave a Reply