শ্রীনগরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলো র‌্যাব

মুন্সীগঞ্জে অসহায় ও অনাথ শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শ্রীনগর থানার সমাজসেবা অধিদফতরের শিশু পল্লী এবং সিরাজদিখান থানার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। এর মধ্যে ছিল ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, ভলিবল, ব্যাডমিনটন র‌্যাকেট, ফুটবল ইত্যাদি। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, দলগত চেতনা ও নৈতিকতার বিকাশ ঘটায়। খেলাধুলা আমাদের শেখায় কীভাবে জয় উদযাপন করতে হয় এবং পরাজয় থেকেও শিক্ষা নিতে হয়। এটি শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য।’

বাংলা ট্রিবিউন

Leave a Reply