মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গণপিটুনি ও মাইক্রোটি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জুয়েল (৪০), বাচ্চু (৩৫) ও হাফিজকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার খৈয়াগাঁও এলাকা কেসি রোডে একটি মাইক্রো পূর্ব থেকেই অবস্থান নিয়ে একটি অটোরিকশাকে প্রথমে হাল্কাভাবে ধাক্কা দেয়।
এ সময় চালককে নামিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিচ্ছিলো মাইক্রোর এক যাত্রী। এ অবস্থায় অটোরিকশা চালক চিৎকার করলে এলাকাবাসী মাইক্রো ও অটোরিকশার পেছন ধাওয়া করে। পরে এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় মাইক্রো ও অটোরিকশা আটকাতে সক্ষম হয়। এ সময় মাইক্রোর ভেতর থাকা
তিনজনকে গণপিটুনি দেয় ও মাইক্রো ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, গত ৮ ফেব্রুয়ারি উপজেলার খৈয়াগাঁও এলাকায় অটোরিকশাকে একটি মাইক্রো ধাক্কা দেয়। পরে ওই অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খবরের কাগজ
Leave a Reply