মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার দুই

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিচালনা করে মাদক, ধারালো অস্ত্র ও টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৮ মার্চ) মধ্যরাত ১২টা থেকে ২টা পর্যন্ত সদরের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের একাধিক মামলার আসামি মিল্টন মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় ১৪ টি অবৈধ দেশীয় অস্ত্র, ৩৪ বোতল বিদেশি মদ, ১টি সুজুকি মোটরসাইকেল, ২টি সাংবাদিকের আইডি কার্ড, ৭টি মোবাইল, ৭ টি চকলেট বোমা, ২টি ল্যাপটপ ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সিফাত মল্লিক (২৫) ও মো. নাসির সরদার (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কামরান হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ষকদের ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামায়াতের আমিরধর্ষকদের ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামায়াতের আমির
তিনি জানান, অভিযানের খবর পেয়ে আসামি মিল্টন মল্লিক কৌশলে পালিয়ে যায়। এ সময় তার বাড়ি থেকে ধারালো অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সন্দেহভাজন ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দেশ রুপান্তর

Leave a Reply