মুন্সীগঞ্জে নিহত যুবদলনেতার বাবাকে পেটালে বিএনপি সভাপতি!

মুন্সীগঞ্জে পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের বাবা তোয়াব আলীকে মারধরের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে।

সোমবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে মিরকাদিম পৌরসভার মুরমা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুন রহমান পৌর বিএনপির ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি। মারধরের ঘটনায় কমিটির সাধারণ সম্পাদক আজম আহমেদের বিরুদ্ধেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

মারধরের শিকার তোয়াব আলী জানান, পৌর বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে কার্ড বিতরণ করা হচ্ছিলো। সোমবার বিকেলে স্থানীয় মসজিদে নামাজ পড়তে গেলে সভাপতি মামুন তাকে কার্ড নেওয়ার জন্য বলে। নামাজ শেষে নিবেন বলে মামুনের কাছেই কার্ডটি রাখতে বলেন তোয়াব। পরে নামাজ শেষে মামুনের কাছে কার্ড চাইতে গেলে একপর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে দুজন। এ সময় তোয়াব আলীকে এলোপাতাড়ি দুইদফা মারধর করে মামুন। এ সময় তার সংঘদেয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজম মামুনকে সহযোগিতা করে। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছেন তিনি, যথাযথ বিচার চান।

এ বিষয়ে মিরকাদিম পৌর বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি মামুন রহমান বলেন, ‘দলের কোনো বিষয় নয়, সে পঞ্চায়েতর সঙ্গে খারাপ আচরণ করেছে। আমি একা এ বিষয় বলতে চাইনা, পঞ্চায়েতের সবাইকে বলতে হবে। মারধরে ঘটনা অস্বীকার করে মামুন বলেন, তাকে আমি মারধর করিনি, এটাই।’

এ বিষয় জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা বলেন, ‘শাওন বিএনপির আন্দোলনে একজন শহিদ যুবদল নেতা। তার পরিবারের ওপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। যুবদল এ ঘটনার প্রতিবাদ জানায়।’

মারধরের বিষয়টির সত্যতা স্বীকারের মিরকাদিম পৌর বিএনপর সভাপতি জসিমউদ্দিন বলেন, ‘এটি বিএনপির কোনো বিষয় নয়, এটি তাদের এলাকার দ্বন্দ্বের কারণে ঘটেছে। সামাজিকভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

২০২২সালের মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে আহত হয় শাওন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।

খবরের কাগজ

Leave a Reply