মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থেকে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী স্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম টিপু সুলতান (২৯)। তিনি খুলনা জেলার খুলনা সদর উপজেলার করপাড়া ক্রস রোড এলাকার টুটপাড়া সেন্ট্রাল রোডের ডবুর বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে সোমবার দুপুরে ইছাপুরা-শ্রীনগর সড়কের ছাতিয়ানতলী স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় টিপু সুলতানকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিষয়ে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অবজারভার

Leave a Reply