প্রাইভেটকারের ধাক্কায় ভেঙে গেল সেতুর রেলিং

মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে গেছে। রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুক্তারপুর সেতুর সাইড অফিসের সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, সকালে ব্যাটারি চালিত একটি অটোরিকশা সেতুর উপর বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় শহরের দিকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অন্তত ১০ মিটার জুড়ে রেলিং ভেঙে যায়।

সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করেছে জানা গেছে।

বিডি প্রতিদিন

Leave a Reply