সেনা ও এনএসআইয়ের অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা এনএসআই ও সেনাবাহিনীর একটি দল।

রোববার (১৫ জুন) দিবাগত রাত ২টা থেকে সোমবার (১৬ জুন) ভোর ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল, চারটি দেশীয় অস্ত্র (চাপাতি, রামদা, ছুরি, টেঁটা), ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই ভাই হলেন মিজান ব্যাপারী (৪০) ও ফরিদ ব্যাপারী (৫০)। তাঁরা ওই গ্রামের আব্দুস ছালাম ব্যাপারীর ছেলে। অভিযানের সময় জিজ্ঞাসাবাদের জন্য আরও একজন জাকির দেওয়ানকে (৪৫) আটক করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আজকের পত্রিকা

Leave a Reply