ধলেশ্বরী নদীতে নিখোঁজ যাত্রীর ভাসমান লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পরে গিয়ে নিখোঁজ যাত্রীর লাশ ১ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টায় সদর উপজেলার মোল্লারচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ লোকমান হোসেনের লাশ মুক্তারপুর নৌ – পুলিশ উদ্ধার করেছে।

নিখোঁজ যাত্রী মোঃ লোকমান হোসেন ( ৩০) ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মোল্লাপাড়া এলাকার মোঃ রফিকুর ইসলামের পুত্র।

পুলিশ জানায় , গত রবিবার ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফারহানা -৩ লঞ্চ থেকে নদীতে পরে গিয়ে লোকমান হোসেন নিখোঁজ হয়।আজ সকালে নদীতে লাশ ভেসে উঠলে খবর পেয়ে মুক্তারপুর নৌ – পুলিশ লাশ উদ্ধার করে।মুক্তারপুর নৌ – পুলিশের পরিদর্শক আতাউর রহমান জানান , লোকমান হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত লোকমান হোসেন ঢাকায় রং মিস্ত্রির কাজ করে। গত ঈদ শেষে পরিবার নিয়ে ভোলা থেকে ঢাকায় ফিরছিলেন। ফারহানা -৩ লঞ্চটি রাত ৩ টায় মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে ভিড়লে লোকমান সাথে থাকা বন্ধুকে মুন্সীগঞ্জ ঘাটে বিদায় জানাতে নীচে নামলে পা ফসকে নদীতে পরে গিয়ে নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

ইনকিলাব

Leave a Reply