মুক্তারপুর সেতু সংস্কারে চীনা সংস্থার সঙ্গে চুক্তি

মুক্তারপুর সেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর উপর নির্মিত ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (মুক্তারপুর সেতু) অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়েছে সেতু কর্তৃপক্ষ। নির্মাণের ১৭ বছর পর চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং চীনের পক্ষে সংস্থার মহাপরিচালক জহাং গুনবিন চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

চীনা দূতাবাস, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও সেতু বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, “দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর বেশ কিছু স্থানে ক্ষত হয়েছে। এখন চীনের সহায়তায় দ্রুত সংস্কারকাজ শুরু হবে। এতে যান চলাচল নির্বিঘ্ন হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।”

তিনি আরও বলেন, “সংস্কারকালে ট্রাফিক ব্যবস্থাপনায় সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি।”

২০০৫ সালে তৎকালীন চারদলীয় জোট সরকারের সময়ে ধলেশ্বরী নদীর উপর ১,৫২১ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরইবিসি) প্রকল্পটি বাস্তবায়ন করে। ব্যয় ধরা হয়েছিল ২০৮ কোটি ৩৫ লাখ টাকা। ২০০৮ সালে এটি উদ্বোধন করা হয়।

সেতুটিতে রয়েছে ৩৭টি স্প্যান ও ৩৬টি পিলার। নদীপথে চলাচলের জন্য এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব ৭৬.২০ মিটার এবং নিচ দিয়ে নৌকা চলার উঁচু জায়গা বা ভার্টিক্যাল ক্লিয়ারেন্স ১৮.২৯ মিটার।

স্থানীয়রা জানান, নির্মাণের পর ১৭ বছরে সেতুর উপর ও নিচে একাধিক দুর্ঘটনা ঘটেছে। রেলিং, পিলার ও নিরাপত্তা দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই সময়ের মধ্যে সেতুটি থেকে টোল আদায় হয়েছে নির্মাণ ব্যয়ের চেয়েও কয়েক গুণ বেশি।

দেশকাল নিউজ

Leave a Reply