অবৈধ মাটি কাটা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে চলছে সংঘর্ষ, গোলাগুলি ও প্রাণহানি।
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে আবারও সক্রিয় হয়ে উঠেছে নৌ-ডাকাত বাহিনী। রাত নামলেই নদীতে দেখা যায় ভয়ঙ্কর চেহারা। অবৈধ মাটি কাটা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে চলছে সংঘর্ষ, গোলাগুলি ও প্রাণহানি।
স্থানীয়রা জানায়, কিবরিয়া মিজি ও কানা জহিরের নেতৃত্বে দুইটি নৌ-ডাকাত দল এখন নদীতে দাপিয়ে বেড়াচ্ছে। কিছুদিন চুপ থাকলেও তারা আবারও বেপরোয়া হয়ে উঠেছে।
৩০ জানুয়ারী রাতে নদীতে গোলাগুলির ঘটনায় মারা গেছে দুই ডাকাত সদস্য এবং আহত হয়েছে একজন। এ নিয়ে সে রাতে কালীরচর গ্রামের কাছে মাঝ নদীতে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। পরদিন সকালে প্রতিপক্ষের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালালে গুলিবিদ্ধ হন এক অন্তঃসত্ত্বা নারী।
স্থানীয়রা আরও জানায়, কালীরচর ও চর আবদুল্লাহ এলাকার মেঘনা নদীতে বালু ও মাটি কাটার নিয়ন্ত্রণ নিয়েই এই সংঘর্ষ। নদীতে এখন স্পিডবোট ও ট্রলার নিয়ে মহড়া চালাচ্ছে ডাকাতরা।
পুলিশ জানায়, এ ঘটনার তদন্ত চলছে এবং মামলা হয়েছে মতলব উত্তর থানায়। কিবরিয়া মিজি ও কানা জহিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চাঁদপুর নৌ-পুলিশের সুপার মুশফিকুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তারে দেরি হচ্ছে।
মুন্সীগঞ্জের এসপি শামসুল আলম সরকার বলেন, “নদীতে অপরাধ ঠেকাতে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড কাজ করছে, আমরাও তাদের সহায়তা করছি।”
দেশকাল নিউজ
Leave a Reply