গত বছরের ৪ আগস্ট আন্দোলন চলাকালীন সময় নিহত সজল মোল্লা হত্যা মামলায় প্রধান আসামি মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (০১ জুলাই) সকাল ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক মো. আশীকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে,ফয়সাল বিপ্লবের ১০ দিনের রিমান্ড আবেদন করলে, রাষ্ট্রের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম ও ফয়সাল বিপ্লবের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানউল্লাহ উপস্থিতিতে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ফয়সাল বিপ্লবকে গত ২২ জুন রাজধানীর ফার্মগেট থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর প্রথমে তাকে যুবদল নেতা শারিক চৌধুরীর হত্যা মামলার আসামি দেখিয়ে ঢাকা আদালতে তোলা হয়,পরে সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এরপর গতকাল সোমবার দুপুরে তাকে মুন্সিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।
আজ আদালতের নির্দেশে ফয়সাল বিপ্লবকে আবারো মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্র-জনতার এক দফা দাবির আন্দোলন চলাকালীন সময় সশস্ত্র আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।
এনসময় পুলিশও আন্দোলনকারীদের দমাতে গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহরের উত্তর ইসলামপুর এলাকার রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ওরফে ডিপজল ও সজল মোল্লা। এছাড়া ঢাকার যাত্রাবাড়িতে নিহত হন মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া শারিক চৌধুরী।
এসব ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামি করা হয় মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিনের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য, মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে।
ঢাকা মেইল
Leave a Reply