হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যেকোনো বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা যাবে এখন অনলাইনে।
পুলিশি সেবা প্রাপ্তির প্রথম ধাপ ‘জিডি’ করার প্রক্রিয়া আরো সহজতর করতে জুলাই থেকে মুন্সীগঞ্জের ছয়টি থানার প্রায় সাড়ে ১৬ লাখ নাগরিক অনলাইনে সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যেকোনো বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা যাবে এখন অনলাইনে। পরে সংশ্লিষ্ট থানা হতে অভিযোগের ধরন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নম্বর এবং তদন্তকারী অফিসারের বিবরণীসহ ‘ডিজিটাল জিডির কপি’ প্রেরণ করা হবে। অন্যদিকে, অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য (আমলযোগ্য অপরাধ) হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নম্বরসহ থানায় উপস্থিত থাকতে হবে অভিযোগকারীকে।
ফলে, খুব সহজে যেকোনো অভিযোগ পুলিশকে জানানো যাবে, অভিযোগের সর্বশেষ অবস্থা অনলাইনেই জানা যাবে, অভিযোগের তদন্তকারী অফিসারের সাথে অনলাইনে যোগাযোগ করা যাবে এবং অনলাইনে অভিযোগের (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি যে কাউকে প্রেরণ করা যাবে। সেবাগুলো পেতে যেকোনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনের অ্যাপ স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর নিবন্ধন অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার দিতে হবে। এরপর মোবাইলে ছয় ডিজিটের একটি ওটিপি কোড আসবে। সেটি বসানোর পর জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্ম তারিখ দেয়ার জন্য বলা হবে। এরপর অভিযোগকারীর ছবি তোলার জন্য অনুরোধ জানানো হবে। এরপরে সম্পন্ন করতে হবে বাকি প্রক্রিয়া।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, নির্দিষ্ট অ্যাপে শুধুমাত্র নিজের মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল থেকে সরাসরি তোলা ছবি ব্যবহার করেই মিলবে এই সেবা। এর জন্য কোনো ধরনের ফি লাগবে না। এছাড়া রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে, মুন্সীগঞ্জ জেলার যে কেউ দিন-রাতের যেকোনো সময় জেলা পুলিশের হটলাইনে (০১৩২০০৯৪২৯৮) কল করে সহযোগিতা নিতে পারবেন। সহযোগিতার জন্য চালু রয়েছে বাংলাদেশ পুলিশের হটলাইন- ০১৩২০০০১৪২৮।
নয়া দিগন্ত
Leave a Reply