তিন খুনের মামলায় গ্রেপ্তার হওয়া মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল।
সোমবার (৩০ জুন) রাত সোয়া ৭টার দিকে শহরের কাচারি এলাকা ঘুরে দলীয় কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়।
জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা, মাকসুদুল আলম বাবু, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা এবং সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক সড়ক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক এমপি ফয়সাল বিপ্লবের নেতৃত্বে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন দিনমজুর নিহত হন এবং আহত হন দুই শতাধিক ছাত্র-জনতা।
এই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতে গত ২২ জুন রাতে ঢাকার মনিপুরীপাড়ায় নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। সোমবার তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
অবজারভার
Leave a Reply