লৌহজংয়ে ১৪ মাদক কারবারি আটক, ৮ জনকে কারাদণ্ড

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ১৪ জনের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ইমরান। বাকি ৫ জনকে নিয়মিত মামলা দিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর একজন ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে ওয়ারেন্ট মূলে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালী মান্দ্রা বেদে পল্লিতে শুক্রবার ভোর রাত ৪টা হতে সকাল দুপুর পর্যন্ত অভিযান চালায় যৌথ বাহিনী।

মাদকবিরোধী এ অভিযানে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থ সহ ১৪ জন মাদক কারবারিকে আটক করা হয়।
লৌহজং থানা পুলিশ জানায়,৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে। ৮ জন আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং পূর্বের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকেও গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নাদিরা বেগম (৪০), হারুনা বেগম, সিনারুল ইসলাম (১৯) কাছ হতে ২ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, নগদ ৪০ হাজার ৯ শত ৮০ টাকা, আসমাউল ওরফে ইসমাইল (৩৫), ইসরাফিল (৪৫) এর কাছ হতে ৫৮ পিস ইয়াবা, নগদ ৫৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয় এদের মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যকে কারাগারে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের মধ্যে রুপাকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, মো: পূর্ণকে ২ মাসের কারাদণ্ড ২০০ টাকা জরিমানা, মো: রাখেলকে ২ মাসের কারাদণ্ড ৩০০ টাকা জরিমানা, মো: ইসমাইলকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা,. কাজল দাসকে ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা, মো: জয়নাল শেখকে ১ মাসের কারাদণ্ড ১০০ টাকা জরিমানা, মো: আরিফকে ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা ও লাদেনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

অপর আসামি মো. এনারুল সরদার ওরফে উনাকে ওয়ারেন্টমূলে আদালতে প্রেরণ করা হয়েছে।

লৌহজং থানার অফিসার ইনচার্জ ওসি ওসমান গনি বলেন, শুক্রবার ভোর রাত ৪টা হতে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। ধারাবাহিকভাবে এমন অভিযান চলমান থাকবে।

এছাড়া লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ইমরান বলেন, মোট ৮ মাদক কারবারিরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। আগামীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেইল

Leave a Reply