ঢাবি’র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী

ফজল হাসান
আগামী ১৫ মে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা শহরে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে অস্ট্রেলিয়া ফেডারেল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বোরহান আহমেদের বাসভবনে সম্প্রতি এক ঘরোয়া সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া উক্ত সভায় বাংলাদেশের ‘ঢাকা ইউনিভার্সিটি এলামনি এ্যাসোসিয়েশন’-এর উদ্দেশ্য এবং আদর্শকে মূল ভিত্তি হিসেবে পরিগণিত করে ক্যানবেরাস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার নিয়ে আগামীতে একটি পূর্ণাঙ্গ সংগঠন তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গঠনমূলক পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করা হয়। উক্ত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র এবং বর্তমানে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেনকে আহ্বায়ক এবং বোরহান আহমেদ ও কামরুল ইসলাম খানকে যুগ্ম-আহ্বায়ক করে ১৩ সদস্যের এক অস্থায়ী কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ড. আফজাল হোসেন, ড. এলিজা আহমেদ, ড. কামাল আহমেদ, ড. নাজরে সোবহান, শফিক আহমেদ, মিসেস মেরী হোসেন, মিসেস নিলুফার ইয়াসমীন, মিসেস নিলুফা খানম, তৌহিদ শাহজাহান ও রোকন উদ দৌলা। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকবে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও শো এবং রাতের খাবার। এ ছাড়া একটি স্মরণিকা প্রকাশ করা হবে। ‘ঢাকা ইউনিভার্সিটি এলামনি এ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক রকিব উদ্দীন আহমেদ এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন। অনুষ্ঠানকে সাফল্যম-িত করার জন্য ক্যানবেরাস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন সযোগিতা কামনা করা হয়েছে।

অস্ট্রেলিয়া

[ad#co-1]

Leave a Reply