গজারিয়ায় ৬টি গ্রামে মেঘনার ভাঙন তাণ্ডব

কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৬টি গ্রামে মেঘনা নদীর ভাঙন তাণ্ডব চলছে। গত এক মাসে বিস্তীর্ণ এলাকা মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইজারাদাররা অপরিকল্পিতভাবে বালু কাটায় বর্তমানে গুচ্ছগ্রাম, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও কৃষি জমি নদীগর্ভে বিলীনের মুখে রয়েছে। এ অবস্থায় ভাঙন ঠেকাতে ইজারা বাতিলের দাবি জানিয়ে গত বৃহষ্পতিবার জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে ইউপি সদস্য মাজেদুল হোসেন জেহাদ।

জানা গেছে, গজারিয়া উপজেলার শেখদি, ঘাটপাড়, কাজীপুরা, নয়ানগর, চরনাস্তী, আশ্রাব্দি মৌজায় বালু কাটার ইজারা প্রদান করেন জেলা প্রশাসন। এতে ইজারাদার অপরিকল্পিতভাবে বালু কাটার ফলে উল্লেখিত গ্রামগুলোতে ভাঙন দেখা দেয়। বর্তমানে ওই গ্রামগুলোর দুইটি গুচ্ছ গ্রাম, বাজার, ৫টি প্রাথমিক বিদ্যালয়, ১১টি মসজিদ ও মাদ্রাসা এবং শত শত একর কৃষি জমি ভাঙনের মুখে রয়েছে। গ্রামবাসী জানায়, এ অবস্থায় ভাঙন ঠেকাতে গজারিয়া ইউনিয়ন পরিষদ মাসিক সভায় ইজারা বন্ধের জন্য রেজুলেশন তৈরি করে। এরপরই ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ ১৩০ গ্রামবাসীর স্বাক্ষরিত একটি আবেদনপত্র গতকাল বৃহষ্পতিবার জেলা প্রশাসকের কাছে দাখিল করেছেন। গ্রামবাসী আরো জানায়, বিগত দিনে বালু কাটা নিয়ে ইজারাদারদের সঙ্গে গ্রামবাসীর একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রশাসন দ্রুত বালু কাটা বন্ধের ব্যবস্থা না নিলে যে কোন সময় সংঘর্ষ বেধে যেতে পারে। প্রশাসন সূত্র জানায়, দাখিল করা আবেদনপত্রটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে সূত্রটি দাবি করেন।

Leave a Reply