জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইয়াজউদ্দিন আহম্মেদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে। ৮১ বছর বয়সী ইয়াজউদ্দিন আহম্মেদ ২০০৬ সালে বাইপাস সার্জারি করার পর বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকলেও এবার তার অবস্থা গুরুতর বলে আশংকা করছেন পরিবারের সদস্যরা। হাসপাতালে তার শয্যাপাশে উপস্থিত রয়েছেন স্ত্রী অধ্যাপক আনোয়ারা বেগম ও ছেলে ইমতিয়াজ আহমেদ। রাষ্ট্রপতি পদে থাকাকালীন বহুল ‘আলোচিত’ ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহম্মেদ টেলিফোনে জানিয়েছেন, ২৮ অক্টোবর ইয়াজউদ্দিন আহম্মেদের শরীরে অস্ত্রোপচার করা হয়। এর পরও তার কিডনির জটিলতা বাড়তেই থাকে। গত রবিবার তার অবস্থার অবনতি ঘটে। ক্রমান্বয়ে অবস্থা জটিল হচ্ছে। রবিবার থেকেই তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে। সাবেক রাষ্ট্রপতির ছেলে তার বাবার জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেছেন।

ইয়াজউদ্দিনের পারিবারিক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, এ পর্যন্ত ১১ বার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন ড. ইয়াজউদ্দিন। সর্বপ্রথম ১৯৯৪ সালে হৃদরোগে আক্রান্ত হন। এর পর রাষ্ট্রপতি থাকাকালে ২০০৬ সালে সিঙ্গাপুরের বামরুনগ্রাদ হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। বাইপাস সার্জারির পরও বেশ কয়েকবার তার হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের কারণে আগেও তাকে কয়েকবার লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু প্রত্যেকবারই তিনি সুস্থ হয়ে উঠেছেন। সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে সপ্তাহকালীন লাইফসাপোর্টে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা শেষে ফিরে কিছুটা সুস্থ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষক। কিন্তু চলতি বছরের জুলাই মাসে আবারও তাকে ব্যাংককে একই হাসপাতালে নেওয়া হয়। এর পর থেকেই সেখানে চিকিৎসারত আছেন ড. ইয়াজউদ্দিন। জীবন সায়াহ্নে এসে সমালোচিত হলেও বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী মৃত্তিকাবিজ্ঞানী ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। দেশ ও-বিদেশে তার মোট প্রকাশনার সংখ্যা ১২৫। ধান গাছের ওপর লবণাক্ততার প্রভাব ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উচ্চ ফলনশীল ধান নিয়ে সফল গবেষণা করেন তিনি। উদ্ভিদের পুষ্টি উপাদান মাটিতে জমা করে রাখা এবং তা প্রয়োজনমতো উদ্ভিদকে সরবরাহ করার পদ্ধতির ওপর চালানো তার গবেষণা সে সময় ইউরোপে ব্যাপক সাড়া ফেলেছিল। দেশের ১৮তম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। জোট সরকারের রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী সরে গেলে ২০০২ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০০৬ সালের ২৯ অক্টোবর উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে রাষ্ট্রপতির দায়িত্বের অতিরিক্ত হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বও গ্রহণ করেন, যা রাজনৈতিক সংঘাত আরও বাড়িয়ে দেয়। দেশব্যাপী জরুরি অবস্থাও জারি করেন। রাজনীতিবিদদের অভিযোগ, ইয়াজউদ্দিনের এসব পদক্ষেপের কারণেই টানা দুই বছর সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার দেশ শাসন করে।

বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply