গজারিয়ায় কারখানার শ্রমিক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় বুধবার সকালে যাত্রীবোঝাই বাসের চাকায় পিষ্ট হয়ে কারখানার এক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ রংপুর এক্সপ্রেস নামে ঘাতক বাসটি আটক করেছে। জেলার গজারিয়া উপজেলার জামালদী বাসষ্ট্যান্ডে বুধবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক আমিরুল ইসলাম (৪০) গজারিয়া উপজেলার আনারপুরা এলাকাস্থ বসুন্ধরা টিস্যু কারখানায় কাজ করতো। সে ফেনীর ফুলগাছি উপজেলার পুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।


ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো: জয়নাল জাহান, গজারিয়া উপজেলার আনারপুরা এলাকাস্থ বসুন্ধরা টিস্যু কারখানার শ্রমিক আমিরুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পায়ে হেটে জামালদী বাসষ্ট্যান্ডে বাজার করার উদ্দেশ্যে রওনা দেয়।

এ সময় ওই কারখানা শ্রমিক মহাসড়ক পারাপার হতে গেলে রংপুর এক্সপ্রেস নামে দ্রুত গতির একটি যাত্রীবোঝাই বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক-হেলপাড় পালিয়েছে।

যমুনা নিউজ

Leave a Reply