ইউএস এইড ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মশালা

মুন্সীগঞ্জে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে
মুন্সীগঞ্জে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে ইউএস এইড ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশন’-শীর্ষক কর্মশালা করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারার একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়। সভায় নির্বাচনী ইশতেহার তৈরি, কার্যকর নির্বাচনীর প্রচার অভিযান, আগামী নির্বাচনে প্রথম ভোটারদের গুরুত্ব ও রাজনৈতিক দলে নারীদের অর্ন্তভুক্ত ও নতুন সদস্য সংগ্রহের জন্য সাংগঠনিক প্রক্রিয়া-এই ৫টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়।


এতে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন-মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবদুল হাই ও ডেপুটি স্পিকার হিসেবে ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন। একটি এজেন্ডায় ৫জন কওে দলের নেতা ছিলেন। এ ক্ষেত্রে ৫টি এজেন্ডায় ২৫ নেতা যুক্তিতর্কে অংশ গ্রহণ করেন। এ অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলা, ২টি পৌরসভাসহ জেলার প্রতিটি ইউনয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


মুন্সীগঞ্জের তৃণমুল পর্যায়ের প্রায় ২৮০-৩শ’ নেতা ওই সভায় উপস্থিত ছিলেন। এতে আলোচনায় অংশ নেন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খান মনিরুল মনি পল্টন, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, লৌহজং উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক কহিনুর সিকদার, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, গজারিয়ার সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকউল্লাহ ফরিদ, মিরকাদিম পৌর সভার সভাপতি জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল প্রমুখ।


উল্লেখ্য, এ অনুষ্ঠানে ইউএস এইড ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল স্থানীয় কোন সাংবাদিককে দাওয়াত করেননি। অনুষ্ঠানে কোন সাংবাদিকের উপস্থিতিও মেলেনি।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply