গজারিয়ায় মাদকের উর্বর অঞ্চল, প্রতি ৩৬ ঘন্টায় ১টি মাদক মামলা

drugsগজারিয়া উপজ়েলার বুকের উপর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যোগাযোগ থাকা সত্ত্বেও চারদিক নদী বেষ্টিত থাকায় মাদক ব্যবসায়ীরা অতিসহজ়ে পুলিশ প্রশাসনের চোখে ধুলা দিয়ে অবাধে মাদক পাচার ও সংগ্রহ করতে পারায় এক দিকে এটি মাদক ব্যবসার উপযোগী উর্বর অঞ্চল হয়ে দাড়িয়েছে। ফলে গজারিয়ার যুব সমাজ়ের কেউ কেউ মাদক ব্যবসা করে রাতারাতি হয়েছে কোটিপতি, কেউ বা আবার মাদকাসক্ত হয়ে হারাচ্চে সর্বস্ব।

পুলিশি তথ্য অনু্যায়ী ২০১৩ সালের জুন মাস থেকে ডিসেম্বর মাস এই ৬মাসে গজারিয়া থানায় মাদক মামলা হয়েছে ১২৬টি মাদক উদ্ধার হয়েছে ৪৮ কেজি ৭০০গ্রাম গাজা, ৬৯৮৩ পিস ইয়াবা ট্যাবলেট। গড়ে প্রতি ৩৬ ঘন্টায় ১ টি করে মাদক মামলা হচ্ছে।

এবিষয়ে গজারিয়া পুলিশের অফিসার ইন চার্জ মো মামুন অর রশিদ জানায় গজারিয়াকে মাদক মুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে যতদিনা গজারিয়া হতে মাদক সম্পর্ন রুপে ধ্বংস হচ্ছে, এলাকাবাসীর সহযোগীতা একান্ত কাম্য। তিনি আরো জানান, আমাদের লক্ষ্য শুধু গজারিয়া সহ আশে পাশের বিভিন্ন উপজ়েলা।আর গজারিয়াতে মাদক ব্যবসায়ীর সংখ্যার চেয়ে সেবন কারির সংখ্যা তুলনামুলক বেশী।

মুন্সিগঞ্জটাইমস

Leave a Reply