ফিরিঙ্গীবাজারে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ

firingibazarসদর উপজেলার ফিরিঙ্গীবাজারে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহত গৃহবধূ রোজিনা বেগম (২৮) দুবাই প্রবাসী জহির মোল্লার স্ত্রী।

নিহতের বাবার বাড়ির লোকজন দাবি করেন, রোজিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা করেছে স্বামীর বাড়ির লোকজন।

স্বামীর পরিবারের লোকজন দাবি করেন, শনিবার রাত ২টার দিকে পারিবারিক কলহের জের ধরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহননের পথ বেছে নেন রোজিনা বেগম।
firingibazar
সদর উপজেলার মুক্তারপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গৃহবধূ আগুনে পুড়ে মারা গেছেন। তিনি নিজেই শরীরে আগুন দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দ্য রিপোর্ট

===============

ফিরিঙ্গীবাজারে গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার

রোজিনার বাবার বাড়ির লোকজনের দাবি, শ্বশুড়বাড়ির লোকজন রোজিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার ফিরিঙ্গীবাজার এলাকা থেকে রোজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে রোজিনার স্বামীর বসত-ঘর থেকে লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রোজিনা দুবাই প্রবাসী জহির মোল্লার স্ত্রী।

রোজিনার শ্বশুড়বাড়ির লোকেরা জানায়, রোজিনা নিজেই শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে রোজিনার বাবার বাড়ির লোকজনের দাবি- শ্বশুড়বাড়ির লোকজন রোজিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে তাকে হত্যা করেছে।

মুক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সমকাল

Leave a Reply