বিএনপির ৫৬ নেতাকর্মীর নামে পৃথক ২ টি মামলা

ঢাকা-মাওয়া সড়ক ও মুন্সীগঞ্জ সদরে বাস ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ছাত্রদল ও যুবদলের ৫৬ নেতাকর্মীর নামে দুই থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টায় এ মামলা দায়ের করা হয়।

সদর থানার এস আই নুরুল কাদির সৈকত জানান, রোববার রাতে শহরের খালইষ্ট এলাকার সংলগ্ন সড়কে চোরাগুপ্তা হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সোমবার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার এস আই সাহেদুল ইসলাম বাদী হয়ে ছাত্রদলের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

এদিকে, ঢাকা-মাওয়া মহাসড়কে রোববার রাতে ২ টি যাত্রীবাহী বাস ভাঙচুর করার ঘটনায় সোমবার জেলার সিরাজদীখান থানায় কেন্দ্রীয় যুবদলের সদস্য সোহেল আহম্মেদকে প্রধান আসামি করে ১৯ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করে জানান, এস আই মো. মহসিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

শীর্ষ নিউজ

Leave a Reply