গজারিয়ায় ডাইং ও পেপার কারখানাকে ৪৩ লাখ টাকা জরিমানা

মেঘনা নদীর পরিবেশ দুষনের অপরাধে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মঙ্গলবার পৃথক ২ টি কারখানাকে ৪৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এরমধ্যে ১ টি ডাইং ও অপর আরেকটি পেপার মিল কারখানা।

উপজেলার বড় বালুয়াকান্দি এলাকাস্থ সিকোটেক্স ডাইং অ্যান্ড প্রিন্টিং কোম্পানীকে ৩৮ লাখ ও চরবাউশিয়া এলাকাস্থ মেনজ ফি পেপার মিল কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করে। পরিবেশ অধিদপ্তরের ঢাকাস্থ সদর দফতরের (মনিটরিং অ্যঠহু এনফোর্সম্যান্ট) পরিচালক মো: আলমগীর ২ কারখানাকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করেন।

তিনি রাত সাড়ে ৭ টার দিকে মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ওই ২ টি কারখানা মালিককে পরিবেশ অধিদপ্তরের সদর দফতরে তলব করে পরিবেশ দুষনের অভিযোগের শুনানী শেষে ওই জরিমানা করা হয়।

কারখানা ২ টির বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা ও বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি নির্গত করায় মেঘনা নদীতে পরিবেশ বিপর্যয় ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে।

ওই অভিযোগের প্রমান পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরের সদর দফতরে ২ টি কারখানা মালিক ও উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ওই জরিমানা করা হয়।

বিডিলাইভ

Leave a Reply