শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার

আমিরুল ইসলাম নয়ন: সমৃদ্ধ গজারিয়া সমিতি ও ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভবেরচর ওয়াজীর আলী বিদ্যালয় প্রাঙ্গনে ‘বর্তমান শিক্ষা ব্যাবস্থাকে আরো যুগোপযোগি ও মান উন্নয়নে করণীয় শীর্ষক‘ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ গজারিয়া সমিতির সভাপতি হাফিজ আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুবকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,শিক্ষা ও আইসিটি) ফজলে আজিম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রেফায়েতউল্লাহ খাঁন, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ফারজানা জামানসহ শিক্ষক,শিক্ষার্থী ও অবিভবাবকবৃন্দ।

সেমিনারে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও মান উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিক্রমপুর চিন্তা

Leave a Reply