মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় মনোনয়নপত্র জমা

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী ও বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছ উজ্জামান আনিছ। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল।

অপরদিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হাওলাদার ভুতু, গজারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে দলীয় প্রতীকে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আমিরুল ইসলাম। স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, সিরাজদিখান উপজেলায় চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

শ্রীনগর : আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা তৃণমূলের ভোটে বিজয়ী মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাকির হোসেন, বিকল্প ধারার কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান ঝান্টু, ভাগ্যকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান একুল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জনা দেন। চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ আলমগীর হোসেন, তৃণমূলের ভোটে বিজয়ী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাদ শিকদার, সিরাজুল ইসলাম তালুকদার, বিকল্প যুব ধারার কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম নিশি ও নুর হোসেন সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে বিজয়ী রেহানা বেগম, মর্জিনা বেগম মুন্নী, আঁখি শাহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম মনোনয়নপত্র জমা দেন।

লৌহজং : চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাজী আক্তার হোসেন খান লাভু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. আবু ফায়সাল নিপু ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান মনোনয়নপত্র জমা দেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জাকির হোসেন বেপারি, তোপাজ্জল হোসেন তপন, আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা ইসলাম, সানজিদা আক্তার ঢালিয়া, আকলিমা বেগম ও লাকি মল্লিক মনোনয়নপত্র জমা দেন।

সিরাজদিখান : সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এসএম সোহরাব হোসেন, সরকারি বিক্রমপুর কে বি ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আবুল কাশেম, হেলেনা ইয়াসমিন, নাজমুল আলম খান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবুবক্কর ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

যুগান্তর

Leave a Reply